শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নগ্ন ভিডিও মামলায় সাংবাদিক অ্যান্ড্রুজের ৫ কোটি ডলার জয়

নগ্ন ভিডিও মামলায় সাংবাদিক অ্যান্ড্রুজের ৫ কোটি ডলার জয়

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা : যুক্তরাষ্ট্রের ক্রীড়া সাংবাদিক এরিন অ্যান্ড্রুজকে তার হোটেল রুম পর্যন্ত অনুসরণ করে, দরজার পিপহোল দিয়ে গোপনে তার পোশাক বদলের দৃশ্যের ভিডিও চিত্র ধারণ করে এক লোক। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে অপমানিত এরিন তার অনুসরণকারী এবং হোটেলের বিরুদ্ধে মামলা করলে, তাকে আদালত থেকে ৫ কোটি ৫০ লাখ ডলার (৫৫ মিলিয়ন) ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

একদিনের আলাপ আলোচনার পর জুরি বোর্ডের সদস্যরা এরিনের অনুসরণকারীকে ৫১ শতাংশ দোষী সাব্যস্ত করে। বাকি দোষ গিয়ে বর্তায় নাশভিল হোটেলের উপর। ৫ কোটি ডলারের ২ কোটি ৭০ লাখ ডলার দিতে হবে হোটেলের মালিক দুই যৌথ কোম্পানিকে।

এরিন অ্যান্ড্রুজের বয়স ৩৭ বছর। তিনি মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজের ক্রীড়া সাংবাদিক। ২০০৮ সালে শিকাগোর একটি ইন্সুরেন্স কোম্পানির কার্যনির্বাহী মিখাইল ডেভিড ব্যারেট নামের এক অনুসরণকারী হোটেলের দরজার পিপহোল দিয়ে এরিনের নগ্ন ভিডিও ধারণ করেন এবং সেটা অনলাইনে প্রকাশ করেন।

আদালতের রায়ে এরিন সন্তুষ্ট এরিন আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিচারক, জুরি এবং বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানান।