শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ধোনির হয়ে ব্যাট ধরলেন সৌরভ

ধোনির হয়ে ব্যাট ধরলেন সৌরভ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ‘বলা সোজা করা কঠিন’। এ কথাটা বিশ্বাস না করার উপায় নেই! হ্যাঁ, এমনটা শতভাগ বিশ্বাস করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। একসময় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। মাঠে নেতার দায়িত্ব পালন করা খুব একটা সোজা নয়, বিশেষ করে জাতীয় দলের হয়ে। বাস্তবতা পরখ করে দেখেছেন। এর কত জ্বালা, তা-ও সহ্য করে এসেছেন। এবার টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হয়ে ব্যাট ধরলেন সৌরভ।

ঘরের মাঠে চলছে ষষ্ঠ বিশ্বকাপের আসর। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ভারত। বীরেন্দর শেবাগের কাঠগড়ায় ঠাঁই পায় ধোনির নেতৃত্ব। টিম ইন্ডিয়ার সাবেক তারকা ওপেনার প্রশ্ন তুলেছেন এভাবে, রবিচন্দ্রন অশ্বিনকে কেন পুরো ৪ ওভার করানো হলো না? ধোনির হয়ে জবাবটা একটু কড়া ভাষায়ই দিলেন সৌরভ! বললেন, ‘এসি ঘরে বসে অনেক কিছু বলা সহজ, কিন্তু সেটা মাঠে করে দেখানো যথেষ্ট কঠিন।’

যদিও ধোনির সমালোচনাটা অবশ্য প্রত্যক্ষভাবে করলেন না সৌরভ। হারের ধকল সইতে না পেরেই হয়তো ধোনির নেতৃত্বের সমালোচনাটা করলেন সূক্ষ্মভাবে। কোহলিকে দেয়া শেষ ওভার নিয়ে আক্ষেপ রয়েছে সৌরভেরও, ‘এটা বলব, আমি ধোনি হলে বিরাট কোহালিকে শেষ ওভারটা দিতাম না। কোহালি যে ওভারে উইকেট পেয়েছিল, তার পরের ওভারটাই ওকে দিতাম।’