ধামরাই (ঢাকা) প্রতিনিধি ॥
রাজধানীর অদূর ধামরাইয়ে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা কর্মকর্তা আহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুত অবতরণের সময় বুধবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
আহত মেজর নজরুল সাভার সিএমএইচে ও লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বারি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বরদাইল গ্রামের একটি মাঠে সামরিক প্রশিক্ষণ হেলিকপ্টারটি আঁছড়ে পড়ে। এর দুই পাইলট মেজর নজরুল ও লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বারিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
সাভার সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মো. রকিবউদ্দিন খান সাংবাদিকদের জানান, প্রশিক্ষণের জন্য সকাল পৌনে ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে এ হেলিকপ্টারটি নিয়ে দুই সেনা কর্মকর্তা রওয়ানা হন। যান্ত্রিক ত্রুটির কারণে ধামরাইয়ে হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করেন তারা। কিন্তু অবতরণের সময় হেলিকপ্টারটি একদিকে কাত হয়ে গেলে পাখা মাটিতে লেগে তা বিধ্বস্ত হয়।