স্টাফ রিপোর্টার:
কাপাসিয়া: শ্রমিকের অভাবে অনেকেই ছেরেদিয়েছিলেন কৃষিকাজ কারন ধানকাটার মেীসুমে শ্রমিক পাওয়া যেন কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তুু সেই ধান কাটাই এখন উৎসবে পরিনত হয়েছে। আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে স¥ার্ট বাংলাদেশের সপ্ন দেখেছিলেন এই ধানকাটার হারভেস্টার মেশিন তারই একটা অংশ। যে মেশিন নিমিষেই বিঘার পর বিঘা জমির ধান কাটতে পারে। গতকাল শনিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন।
উপজেলার রায়েদ ইউনিয়নের হাইলজোর মুচিবাড়ী এলাকায় কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর আয়োজনে ২০২৩— ২৪ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় স্থাপিত সমলয়ে বোরো ধান কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তন এর উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমদেরে পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সিনিয়র সচিব সুরাইয়া বেগম, সাবেক অতিরিক্ত সচিব মহফুজুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. মাজহারুল ইসলাম সেলিম, রয়েদ ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল হাকিম মোল্লা হিরন, কৃষক নুরমুহাম্মদ রিপন প্রমুখ