শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ধসে গেল সুন্দরবন হোটেলের একাংশও

ধসে গেল সুন্দরবন হোটেলের একাংশও

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিংয়ের গর্তে সড়ক ধসের পর এবার ধসে গেলো সুন্দরবন হোটেলের বেজমেন্টের একটি অংশ। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে হোটেলটির পূর্ব-উত্তর কর্নারের ওই অংশ ধসে পরার ঘটনাটি ঘটে। এদিকে সুন্দরবন হোটেল সংলগ্ন নির্মাণাধীন ওই ভবনের একাংশ ধসে পড়ায় সেখানকার পাইলিংয়ের গর্তে প্রথমে বস্তা ভর্তি বালু ফেলা হলেও দুপুরের পর থেকে সরাসরি বালু ফেলা হয়। এদিকে, সুন্দরবন হোটেলের পাশে আব্দুল মোমেন টাওয়ারে বুধবার দুপুর উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সভাপতিত্বে এক জরুরী সভা। সভাতেই এমন সিদ্ধাস্ত নেওয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা দেড় শ’ ট্রাক বালি ফেলা হবে বলে জানিয়েছেন। দ্বিতীয়বারের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তার সাথে থাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ফখরুল আমিন জানান, পুরো জায়গাটিতে ৩টি দিক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ফাটল বেশি পরিমাণে। আর এটি প্রাথমিকভাবে মোকাবিলায় ১৫শ’ ট্রাক বালু ফেলতে হবে বলেও তারা জানান। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আনিসুল হক বলেন, “সিটি করপোরেশন থেকে বালুর ব্যবস্থা করা হচ্ছে।” তিনি অতি দ্রুত এসে পাইপ লাইন বন্ধ করার জন্য তিতাসের এমডিকে নির্দেশ দেন। সুন্দরবন হোটেলের হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, এ ঘটনার পর সকল বোর্ডার হোটেল ত্যাগ করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাতটা ১০ মিনিটে ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন ভবনের গভীর গর্তে রাস্তাটি ধসে যায়। এরপর সকাল সাড়ে সাতটায় দ্বিতীয় দফায় ধসে রাস্তার ফুটপাত ও অস্থায়ী কয়েকটি দোকান ধসে যায়। ফায়ার সার্ভিস তেজগাঁও স্টেশন অফিসার নুরুজ্জামান জানান, এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় রয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঢাকা বিভাগের উপ-পরিচালক নুরুল হক জানান, বৃষ্টি হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।