শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মাগুরায় কর্মসূচী পালন

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মাগুরায় কর্মসূচী পালন

শেয়ার করুন

ইমরুল হক
জেলা প্রতিনিধি ॥
মাগুরাঃ সারাদেশে বিভিন্ন স্থানে অব্যহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মাগুরায় অবস্থান কর্মসূচী পালন করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন পরিবর্তনে আমরাই।

আজ বুধবার সকালে শহরের চৌরঙ্গীর মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি নাহিদুর রহমান দূর্জয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী রূপক আইচ, শিক্ষিকা নারগিস পারভীনসহ অন্যরা।

সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম। এ সময় সদস্যবৃন্দ ধর্ষণবিরোধী শ্লোগান দেন। কর্মসূচীতে ধর্ষকদের সব্বোর্চ শাস্তি ফাঁসির দাবিসহ এ ঘটনাগুলির সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয়। বক্তারা এ ধরনের লাগাতার অপকর্মকে পরিকল্পিত অপরাধ কিনা তা খতিয়ে দেখার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান। কর্মসূচীতে সংগঠনের সদস্যসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।