স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো কিউই স্কোয়াডে ডাক পেয়েছেন ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান জিৎ রাভাল। জোহানেসবার্গে আট দিনের ট্রেনিং ক্যাম্পের জন্য আগামী ১১ জুলাই দেশ ছাড়বে ব্ল্যাক ক্যাপসরা।
কেন উইলিয়ামসনের নেতৃত্বে ১৬ সদস্যের দলে ফিরেছেন লেগ স্পিনার ইশ শোধি। তবে জায়গা হয়নি অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের। জিম্বাবুয়ে ও প্রোটিয়াদের বিপক্ষে দু’টি করে টেস্ট খেলবে কিউইরা।
হারারেতে আগামী ২৯ জুলাই দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ শুরু ৬ আগস্ট। এরপর দ. আফ্রিকায় উড়াল দেবেন উইলিয়ামসনরা। ডারবানে ১৯ আগস্ট প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। দ্বিতীয় ম্যাচটি (২৭-৩১ আগস্ট) হবে সেঞ্চুরিয়ানে।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, লুক রনকি, জিৎ রাভাল, মিচেল স্যান্টনার, ইশ শোধি, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।