শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: এবাদত বন্দিগী, তাসকিলে তামিল, ধর্মীয় আলোচনা, তসবি তাহলিল আর তাবলীগের বিভিন্ন বিষয়ের উপর বয়ান শোনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন।

শনিবার ফজরের নামাজের পর থেকে আম বয়ান শুরু হয়। বয়ান করেন ভারতের মওলানা জামশেদ। দ্বিতীয় দিনে শুধুমাত্র তাবলীগী কর্মকাণ্ডের উপর আলোচনা এবং জোটবন্দী হয়ে তাবলীগের উপর আলোচনাকে গুরুত্ব দেওয়া হয়। রোববার মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, রোববার ১১টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমা শেষে আগত মুসল্লিরা দ্বীনের দাওয়াতি কাজে দেশ বিদেশে বেরিয়ে যাবেন।

বিদেশি মুসল্লি:

শনিবার সকাল পর্যন্ত অন্তত ৬৯টি দেশের দেড় হাজারের বেশি বিদেশি মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মমিুনুল ইসলাম। আগত বিদেশি মুসল্লিরা তাদের জন্য ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম প্রান্তে নির্ধারিত কামরায় অবস্থান করছেন।