শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় ১৮৫২ প্রার্থী

দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় ১৮৫২ প্রার্থী

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনের প্রত্যাহারের শেষ দিন আজ। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ে ১১৭ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল গতকাল। এদিন চেয়ারম্যান পদে মোট ৭৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ২৪২ জন ও বিএনপির ২১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকিরা জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী। মেহেরপুরের গাংনীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩, বিএনপির ২জন, সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগের ২ ও বিএনপির ১জন, কুড়িগ্রামের রাজিবপুরে আওয়ামী লীগের ২, বিএনপির ২, জামায়াতের ১ ও জাতীয় পার্টির ১জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নেত্রকোনার কলমাকান্দায় আওয়ামী লীগের ৪, বিএনপির ২, কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের ১, বিএনপির ১, জামায়াতের ১ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া নোয়াখালীর চাটখিলে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৩, বিএনপির ১ ও জাতীয় পার্টির ১জন রয়েছেন। নীলফামারীর কিশোরগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের ২, বিএনপির, ২ স্বতন্ত্র ৪ ও জাতীয় পার্টির ১ জন। পঞ্চগড়ের তেতুলিয়ায় ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ১জন, বিএনপির ২, জাতীয় পার্টির ১ ও স্বতন্ত্র প্রার্থীর ১জন। ফরিদপুরের বোয়ালমারীতে ৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ১, বিএনপির ২, জামায়াতের ১ ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১জন। দিনাজপুরের বীরগঞ্জ, চিরিরবন্দর, বিরামপুর ও ঘোড়াঘাটে ২১ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বীরগঞ্জে আওয়ামী লীগের ৩, বিএনপির ২, স্বতন্ত্র ১ জন। চিরিরবন্দরে জামায়াতের ১, আওয়ামী লীগের ১ ও বিএনপির ১, বিরামপুরে আওয়ামী লীগের ৩, বিএনপির ২ ও জামায়াতের ১জন এবং ঘোড়াঘাটে আওয়ামী লীগের ২, বিএনপির ২ এবং সাম্যবাদী দলের ১জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমিল্লার লাকসামে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। এর মধ্যে আওয়ামী লীগের ২, বিএনপির ২, জাতীয় পার্টির ১ ও স্বতন্ত্র ১ জন। নরসিংদীর শিবপুরে চেয়ারম্যান পদে ১০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগের ৭ জন, বিএনপির ১জন, জাতীয় পার্টির ১ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোলার বোরহানউদ্দিনে ৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ২, বিএনপির ১ ও স্বতন্ত্র ১ জন, চরফ্যাশনে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাপা থেকে ১ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরশুরাম উপজেলায় ৭ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ২ ও বিএনপির ৫ জন, পটিয়ায় আওয়ামী লীগের ৪, বিএনপির ৪, এলডিপির ১ ও স্বতন্ত্র প্রার্থীর ২ জন। নাটোর সদরে আওয়ামী লীগের ১, বিএনপির ৩ ও জামায়াতের ১ জন। বাগাতিপাড়ায় আওয়ামী লীগের ২, বিএনপির ৩, স্বতন্ত্র ১জন। গুরুদাসপুরে আওয়ামী লীগের ৩, বিএনপির ২ ও জামায়াতের ১ জন। লালপুরে আওয়ামী লীগের ১, বিএনপির ৩, জামায়াতের ১ জন। খাগড়াছড়িতে ৮ জন। কুমিল্লার মনোহরগঞ্জে আওয়ামী লীগের ১, বিএনপির ২, জামায়াতের ১, জাপার ১ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১জন। বান্দরবানের থানছিতে আওয়ামী লীগের ১, বিএনপির ১ ও স্বতন্ত্র ২ জন। লামা উপজেলায় আওয়ামী লীগের ২, বিএনপির ১ ও স্বতন্ত্র ১ জন। রোয়াংছড়িতে আওয়ামী লীগের ১ ও জনসংহতি সমিতির ১ জন। রুমা উপজেলায় আওয়ামী লীগের ১, স্বতন্ত্র ২ ও জনসংহতি সমিতির ১জন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের ৯, বিএনপির ৭ ও জাপার ১ জন। ময়মনসিংহ সদরে আওয়ামী লীগের ৪, বিএনপির ১ জাপার ২ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ জন।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, গাংনী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৩ জন ও বিএনপির ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোরাদ হোসেন।
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ২ জন ও বিএনপির ১ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রবীণ নেতা গাজী ম. ম আমজাদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হক।
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজিবপুরে উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২, বিএনপির ২, জামায়াত ১ ও জাপার ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবদুস সবুর ফারুকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল লতিফ, জাতীয় পার্টির মোহনগঞ্জ ইউনিয়ন সভাপতি আ. বারী সরকার এবং উপজেলা যুবদল সভাপতি কে এম ওসমান গনি মনোনয়নপত্র জমা দেন।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ জন ও বিএনপির ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- ময়মনসিংহ শহর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহ. মো. ফখরুল ইসলাম ফিরোজ, উপজেলা আওয়ালী লীগ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ ওরফে ফৌজদার মিয়া, এডভোকেট মহিদুল ইসলাম লিটন, সদর ইউপি চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান পাঠান বাবুল।
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার মিরপুরে বিএনপির ১ জন আওয়ামী লীগ থেকে ১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আবদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা জামায়াতের আমীর, বর্তমান চেয়ারম্যান হাজী আবদুল গফুর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জানান, দ্বিতীয় দফা নির্বাচনে চাটখিল উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ১ জন ও জাপার ১ জন মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন- জাহাঙ্গীর কবির (আওয়ামী লীগ), আনোয়ার হোসেন (বিএনপি), সাজ্জাদ আহমেদ চৌধুরী (আওয়ামী লীগ), আহম্মদ হোসেন সোহাগ (আওয়ামী লীগ), আবুল হাছান ভূঁইয়া (জাপা)।
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। জাতীয় পার্টির পক্ষে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন- অধ্যাপক রাজ্জাকুল ইসলাম রাজা ও মোছাদ্দেক হোসেন (বিএনপি), রশিদুল ইসলাম (জাপা), জাকির হোসেন বাবুল ও এছরারুল হক (আওয়ামী লীগ) শাওনুল হক শাওন (স্বতন্ত্র), মশিয়ার রহমান (স্বতন্ত্র), তপন কুমার সরকার ও আবু আলম (স্বতন্ত্র)।
পঞ্চগড় প্রতিনিধি জানান, তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ২ জন বিএনপি, ১ জন আওয়ামী লীগ, ১ জন জাতীয় পার্টি (এরশাদ) সমর্থক এবং ১ জন স্বতন্ত্র। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান মুক্তারুল হক মুকু (বিএনপি), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, তাহমিদ মিলটন (জাপা), বর্তমান ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন (আওয়ামী লীগ) এবং আকতারুল ইসলাম (স্বতন্ত্র)।
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি জানান, বোয়ালমারী উপজেলা নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মো. শাহিদুল হক মন্টু, বোয়ালমারী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. মুস্তাফিজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম জামাল উদ্দিন নান্নু মিয়া।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, দিনাজপুরের বীরগঞ্জ, চিরিরবন্দর, বিরামপুর ও ঘোড়াঘাট এ ৪টি উপজেলায় ২১ জন চেয়ারম্যান, ২০ জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ মনোনয়নপত্র দাখিল করেছে।
বীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত আখতারুল ইসলাম চৌধুরী বাবুল, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, দীনেশ চন্দ্র মহন্ত, বিএনপি সমর্থিত এডভোকেট মফিজউদ্দিন আহমেদ চৌধুরী, রেজাউল করিম রেজু ও স্বতন্ত্র প্রার্থী মোজাহার আলী। এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াতের কেন্দ্রীয় নেতা আফতাব উদ্দীন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সমাম্পাদক তারিকুল ইসলাম তারিক এবং উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৩ জন।
বিরামপুরে আওয়ামী লীগের পারভেজ কবীর, বিএনপির দবিরুল ইসলাম, জামায়াতের মাওলানা এনামুল হক, বিএনপির বিদ্রোহী রুবেল চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী হুসেন আলী সরকার এবং লিয়াকত আলী সরকার। উল্লেখ্য, শেষের ২ জন পিতা-পুত্র।
ঘোড়াঘাট উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা কৃষক লীগের সহ-সভাপতি কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার শাহেন শাহ্, উপজেলা বিএনপি’র সভাপতি শাহ্ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী, বিএনপি সদস্য মাসুদুর রহমান মাসুদ ও সাম্যবাদী দলের আশরাফ উদ্দীন।
লাকসাম প্রতিনিধি জানান, লাকসাম উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ইউনুছ ভুঁইয়া, বিএনপির আবদুর রহমান বাদল ও নুরুন্নবী চৌধুরী, পার্টির প্রফেসর গোলাম মোস্তফা, স্বতন্ত্র জাহাঙ্গীর মাওলা চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এখানে বিএনপির একক প্রাথী শিবপুর কলেজের সাবেক ভিপি তোফাজ্জল হোসেন মননোয়নপত্র জমা দেন। আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খানসহ ৭ জন। এছাড়া জাতীয় পার্টির ১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, কোম্পানীগঞ্জ চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার, আওয়ামী লীগের মিজানুর রহমান বাদল, জাতীয় পার্টির খাজা আবুল খায়ের বিএ, কৃষক দলের সভাপতি আবদুল মতিন তোতা, জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির পলাশ, স্বতন্ত্র আহছান উল্যাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে নজরুল হক পাটোয়ারী ভোলা (আওয়ামী লীগ) এডভোকেট নজরুল ইসলাম রাজু (আওয়ামী লীগ), একেএম মমিনুল হক (বিএনপি), আফজাল হোসেন (বিএনপি), এডভোকেট নজরুল ইসলাম সরকার (বিএনপি), এ,কে,এম মাহবুবুল আলম মিঠু (জাতিয় পার্টি), সফিউল আলম দুলু (জেপি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রুহুল আমিন বাবুল (আওয়ামী লীগ), শহিদুল্লা প্রধান (বিএনপি), এরশাদ হোসেন সাজু (জামায়াত), ওয়াজিদুল ইসলাম শাহীন (আওয়ামী লীগ), হাবিবুর রহমান বসুনিয়া (জাতীয় পার্টি), ভাইস চেয়ারম্যান আবদুর রহমান বাদল (জাতীয় পার্টি), সফি কামাল টার্জেন (আওয়ামী লীগ), আলী আজম (বিএনপি), আতাউর রহমান (জামায়াত)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোয়ারা (আওয়ামী লীগ) সাজেদা খাতুন (আওয়ামী লীগ), লতিফা বেগম (বিএনপি)।
হাতিবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এমজি মোস্তফা (জাতীয় পার্টি), লিয়াকত হোসেন বাচ্চু (আওয়ামী লীগ), মোশারফ হোসেন (বিএনপি), বদিউজ্জামান ভেলু (আওয়ামী লীগ), আবদুল হাই (বিএনপি), ফজলু রহমান (আওয়ামী লীগ), আনোয়ারুল ইসলাম (বিএনপি), শাহাজ্জাদ ফেরদৈস (বিএনপি), শরিফুল ইসলাম (বিএনপি), রেজাউল করিম সরকার (বিএনপি), সায়েদুজ্জান কেয়েল (বিএনপি), হাবিবুর রহমান ছাতা (জামায়াত) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কাউখালী প্রতিনিধি জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান কবির, জাতীয় পার্টির (জেপি) এডভোকেট হুমায়ুন কবির রাজু, কমিউনিস্ট পার্টির কমরেড নিমাই মণ্ডল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আবদুস শহীদ ও ১নং ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নাজিরপুর প্রতিনিধি জানান, আওয়ামী লীগ প্রার্থী মালেক ব্যাপারী, বিএনপি থেকে নজরুল ইসলাম খান এবং স্বতন্ত্র দিজু দাস হালদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভালুকা প্রতিনিধি জানান, ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী আবদুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাচিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেদুজ্জামান তালুকদার হুমায়ূন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, জাতীয় পার্টি (এরশাদ) আবদুল মান্নান ও আবদুল হামিদ পাঠান।
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- আওয়ামী লীগের বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, মনিরুল ইসলাম ছবি, আনোয়ার হোসাইন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু ও বিএনপি নেতা জাকির হোসেন নান্নু। এ ছাড়া ইসলামী আন্দোলনের ২ জন- মাওলানা সৈয়দ কাওসার বিন ইসহাক, মাওলানা সৈয়দ নূরুল করীম প্রার্থী হয়েছেন।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, শ্রীনগরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ২ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমেদ ভূঁইয়া, কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মমিন আলী ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী আজিজুল হক লেবু কাজী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে ইরফান সিকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জ সদরে প্রার্থী সহ চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের আনিছুজ্জামান আনিস, বিএনপির মোশারফ হোসেন পুস্তি, স্বতন্ত্র হিসেবে এডভোকেট সালাউদ্দিন খান স্বপন ও এডভোকেট মজিবুর রহমান মনোনয়নপত্র জমা দেন।
উত্তরাঞ্চল প্রতিনিধি জানান, গাইবান্ধার পলাশবাড়ীতে চেয়ারম্যান পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন- তোফাজ্জল হোসেন সরকার (আওয়ামী লীগ), একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (আওয়ামী লীগ), শামিকুল ইসলাম লিপন (আওয়ামী লীগ), তৌহিদুল ইসলাম মণ্ডল (আওয়ামী লীগ), জরিদুল ইসলাম (আওয়ামী লীগ), ফিরোজ কবির সুমন (আওয়ামী লীগ), শাহ আলম সরকার (বিএনপি), সুরুজ মিয়া ওরফে সুরুজ হক লিটন (বিএনপি), রায়হান সরকার (বিএনপি), আবুল কাওছার মুহাম্মদ নজরুল ইসলাম লেবু (জামায়াত), আবু বক্কর সিদ্দিক পলাশ (জাপা), আলমগীর মণ্ডল (জাপা), ময়নুর রাব্বি চৌধুরী (জাপা), মোশফিকুর রহমান মিল্টন (স্বতন্ত্র), তৌফিকুল আমিন মণ্ডল (স্বতন্ত্র)।
মাগুরা প্রতিনিধি জানান, চেয়ারম্যান পদে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- এডভোকেট শ্যামল কুমার দে (আওয়ামী লীগ), এডভোকেট কামাল হোসেন (আওয়ামী লীগ), মো. মোজাফফর হোসেন টুকু (বিএনপি), মো. আনিসুর রহমান মিল্টন (বিএনপি), এডভোকেট ফরিদ হোসেন (জামায়াত) ও মীর আকবর হোসেন (ইশা)।