শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট

দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

ঈদ ও পূজার ছুটি শেষে কর্মমুখী মানুষের একযোগে ঢাকায় ফেরার চাপই এ দীর্ঘ যানজটের কারণ।

দৌলতদিয়া ফেরী পারাপারের অপেক্ষায় ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের চার কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এ যানজট।

উল্লেখ্য, দৌলতদিয়া ঘাট দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ রাজধানীতে যাতায়াত করে।

এদিকে, রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

পরবর্তীতে হরতালের মতো কঠোর কর্মসূচি আসতে পারে এমন আশঙ্কা ও সরকারি-বেসরকারি অধিকাংশ অফিসের ছুটি শেষ হওয়ার কারণে কর্মমুখী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে।

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের দায়িত্বরত পোর্ট কর্মকর্তা মো. কবির হোসেন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যাত্রী পারাপারে ৩৭টি লঞ্চ ও সব ধরনের যানবাহন পারাপারে ১০টি রো-রো ফেরী, ৩টি কে টাইপ ফেরী রয়েছে।

তবে ঈদ ও পূজার ছুটির কারণে ঘাটে অতিরিক্ত যাত্রী থাকায় পাটুরিয়ার কাজীর হাটে ১৪টি লঞ্চ দেওয়া হয়েছে। সেইসঙ্গে যাত্রীদের পারাপার নিরাপদ ও নির্বিঘ্নকরণে কাজ করছে বিআইউব্লিউটিএ’র স্বেচ্ছাসেবী দল।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের এজিএম মো. জিল্লুর রহমান জানান, ঈদ শেষে দক্ষিণবঙ্গের অক্তিরিক্ত যাত্রীবাহী পরিবহন ও প্রাইভেটকার আসার কারণে দৌলদিয়া ঘাটে দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়েছে।