শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > দেশে ফিরেই রোহিঙ্গাদের দেখতে যাবেন খালেদা জিয়া

দেশে ফিরেই রোহিঙ্গাদের দেখতে যাবেন খালেদা জিয়া

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
দেশে ফিরেই রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নিতেও প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

সংলাপে ইসির প্রতি আস্থা ফিরলে আর রাজনৈতিক সংলাপের প্রয়োজন হবে না বলে বিএনপি নেতারা মনে করছেন।

প্রায় দু’মাস ধরে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দলের নেতারা জানিয়েছেন, অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ফিরে তিনি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাবেন। তার আগে রাজনৈতিক দূরত্ব ভুলে ১৯৭৮ এবং ১৯৯২ সালে রোহিঙ্গা ইস্যুতে বিএনপির সফল দুই চুক্তিকে সামনে রেখে বিশ্ব জনমত গড়ে তোলার পরামর্শ বিএনপি নেতাদের।

দেশে ফিরে নির্বাচনকালীন সরকারের রূপরেখাও ঘোষণা করবেন খালেদা জিয়া। ওই প্রস্তুতির পাশাপাশি ১৫ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের জন্যও প্রস্তুত হচ্ছে বিএনপি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের ঘর গোছানো আছে, এখন শুধু মাঠে নামার অপেক্ষা বলে জানিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।