বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জামায়াতে ইসলামীর দেশব্যাপি ডাকা ৪৮ ঘন্টা হরতাল চলছে।
সর্বোচ্চ আদালতের রায়ে যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল থাকায় আজ বুধবারও হরতাল ডেকেছে তাঁর দল জামায়াতে ইসলামী। এর আগে আরেক যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে ফাঁসির আদেশ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী হরতালের ঘোষণা আগেই দিয়ে রেখেছে দলটি।
গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের আমির যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেওয়ায় দুই পর্বে তিন দিন অর্থাৎ গত বৃহস্পতিবার, রবিবার ও সোমবার হরতাল ডাকে তাঁর দল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ নিয়ে গত ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে পাঁচ দিন হরতালের কর্মসূচি দিল জামায়াত। এর মধ্যে মাঝে শুক্রবার ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। মঙ্গলবার ছিল পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিন চলবে এ হরতাল।
‘জামায়াত নেতাদের হত্যা করতে সরকার অস্থির’: জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গত সোমবার এক বিবৃতিতে বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে জামায়াতের নেতাদের হত্যা করতে অস্থির হয়ে পড়েছে। মিথ্যা, সাজানো ও বায়বীয় অভিযোগে মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সরকার মামলা দায়ের করে। এরপর দলীয় লোকদের সাক্ষ্যে তাঁকে হত্যা করতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।’ বিবৃতিতে বলা হয়, ‘দেশবাসী আশা করেছিল সুপ্রিম কোর্টে কামারুজ্জামান ন্যায়বিচার পাবেন। কিন্তু আজ (সোমবার) আদালতের রায়ে দেশবাসী হতাশ হয়েছে।’