রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে দুর্নীতিমুক্ত করুন’

‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে দুর্নীতিমুক্ত করুন’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দেশপ্রেমের শপথ নিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে কমিশনের চেয়ারম্যান এ আহ্বান জানান।
বদিউজ্জামান বলেন, অন্যান্য দেশের ন্যায় আমরাও প্রতি বছর এ দিবসটি পালন করে আসছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্চার হওয়া ও দেশকে দুর্নীতিমুক্ত করা। আমরা যেন দুর্নীতিকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, এ জন্য সবার সহযোগিতা চাই। সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আসুন, শপথ নিন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হোন, দুর্নীতিকে বিদায় করুন বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান।