বাংলাভূমি ডেস্ক ॥
দেশটা এখন আর জনগণের নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দেশটা এখন আর জনগণের নয়, দেশ এখন আওয়ামী লীগের একক তালুকদারিতে পরিণত হয়েছে। তাই সরকার বিদ্বেষ ও উগ্রতা দিয়ে বেগম জিয়াকে জুলুম ও নাজেহাল করতে সর্বশক্তি নিয়োগ করেছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে মহাজালিয়াতি নির্বাচনের পর অবৈধ শাসকগোষ্ঠী আরও বেশি নিষ্ঠুর বেপরোয়া ও উদ্ধত হয়ে উঠছে। মিথ্যা জয়ের গরিমায় ধরাকে সরা জ্ঞান না করার পর্যায়ে তারা পৌঁছেছে।
বিএনপির এ নেতা বলেন, খালেদা জিয়ার ওপর সরকারি জুলুমের বিরুদ্ধে জনগণের ক্ষোভ আঁচ করতে না পারলেও তা যে কোনো মুহূর্তে প্রবল ঘূর্ণিতে টনের্ডোর আঘাত আসবে তা তারা টের পাচ্ছে না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্মরণকালের সবচেয়ে জঘন্য মহাজালিয়াতির নির্বাচন মন্তব্য করে রিজভী বলেন, সারা দেশে অধিকাংশ আসনের অনেক কেন্দ্রে আগের রাতে ব্যালট দিয়ে বাক্সভর্তি করে রাখা হয়েছে।
‘এ কারণে ভোটের দিন বহু কেন্দ্রে সকাল ১০-১১টার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যায়। হাজার হাজার লোক ভোট দিতে এসে ভোট দিতে পারেনি।’