স্টাফ রিপোর্টার ॥ টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে ও অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে দুর্ভোগে। পাশাপাশি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মস্থলগামীদের।
সোমবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টির কারণে এমনিতেই দুর্ভোগে পড়ে কর্মস্থলগামী মানুষগুলো। তার উপর পানির কারণে গাড়ি বন্ধ হওয়ায় দুর্ভোগ বেড়েছে আরো বেশি। রাস্তায় পানি জমে যাওয়ায় যানজটের মাত্রাও ছিল স্বাভাবিকের তুলনায় বেশি।
অফিসগামী ফারুক হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বৃষ্টির কারণে সকাল থেকে এমনিতেই কোনো রিকশা বা সিএনজি পাচ্ছিলাম না, যদিও একটা বাস পেলাম সেটাও পানির কারণে মাঝ পথে এসে নষ্ট হয়ে গেলো। এখন অফিসে যাব কী করে?’ এমন দুর্ভোগে শুধু ফারুক হাসানই না, পরেছেন অনেকেই।
এদিকে আবহাওয়া অফিস জানায়, রাজধানীতে সকাল নয়টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৩ মিলিমিটার। এছাড়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বিপে ১৭৯ মিলিমিটার ও শীতাকুণ্ডে ১৪৯ মিলিমিটার। তাছাড়া বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ এবং তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।