মো: সাগর আলী
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুর: দেওয়ানগঞ্জ উপজেলায় সেভ দ্য এনভায়রনমেন্ট সোসাইটি ‘জাতীয় দুর্যোগ মোকাবেলা দিবস-২০২৩’ পালন করেছে শুক্রবার সকাল ১০ টায় সোসাইটির নিজ কার্যালয়ে ।
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। তাই ১৯৯৮ সাল থেকে দেশের সকল স্তরের জনসাধারণকে দুর্যোগ বিষয়ে সচেতন ও প্রতিরোধ বিষয়ে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এই দিবসটি পালিত হয়। সারাদেশের সাথে তাল মিলিয়ে সেভ দ্য এনভায়রনমেন্ট প্রতি বছরের ন্যায় এ বছরও দিবসটি পালন করেছে।
নির্বাহী পরিচালক মোঃ খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মোঃ শামছুল হুদা, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফজলুল হক, মো. জাহিদ হাসান সহ আবুজর গিফারি রুপম, মো. আজাদ হোসেন, মেহেদি হাসান স্বপন, ওমর-আল-বশির, কামরুল হাসান, মিজানুর রহমান প্রমূখ ।
সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, অধিক জনসংখ্যা এবং দারিদ্র্য দুর্যোগের ঝুঁকি দিন দিন বেড়েই চলছে। যার ফলে বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, খরা, কালবৈশাখী, টর্নেডো, জলোচ্ছ্বাস- এসব দুর্যোগের কোন না কোন একটি প্রায় প্রতি বছরই আঘাত হানে দুর্যোগ সময়ে কাজের জন্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করতে হবে। অতিরিক্ত আশ্রয়কেন্দ্র নির্মাণের ওপর জোর দিতে হবে।
আরো বলেন, একযোগে কাজ করার মাধ্যমে জলবায়ুর পরিবর্তন ঠেকাতে হবে, নয়তো আগামীর বাংলাদেশ হবে প্রাকৃতিক দুর্যোগের বাংলাদেশ।
এর আগে সকালে এক বর্ণাঢ্য র্যালি সোসাইটির সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে সোসাইটির সামনে এসে শেষ হয় ।