শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > দুর্নীতি রোধে ন্যায়পাল চেয়ে রিট

দুর্নীতি রোধে ন্যায়পাল চেয়ে রিট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

দুর্নীতি-অনিয়মের বিচারের জন্য রাষ্ট্রে ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ এ রিট দাখিল করেন।

রিটের বিষয়ে ইউনুছ আলী আকন্দ বলেন, বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হতে পারে। রিটে ন্যায়পাল নিয়োগে সরকারের নিষ্ক্রিয়তা প্রশ্নে রুল জারির আবেদন জানানো হয়েছে। রিটে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব ও রাষ্ট্রপতির সচিবকে রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়েছে।

রিটের বিষয়ে ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ৭৭ অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। ১৯৮০ সালে আইন হলেও সে আইন কার্যকর হয়নি। ন্যায়পাল নিয়োগ না হওয়ায় হাইকোর্টে এ রিট করা হয়।

আইনজীবী আরো বলেন, ন্যায়পালের কাজ সম্পর্কে ওই আইনের ৬ ধারায় বলা হয়েছে, মন্ত্রণালয়সহ সব সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত ও বিচার করবে ন্যায়পাল।