শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > দুর্গার বিসর্জন চলছে

দুর্গার বিসর্জন চলছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় উৎসব দুর্গা পূজা।
শনিবার বিকাল থেকে রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে আনুষ্ঠানিকভাবে বিসর্জন শুরু হয় এবং সন্ধ্যায় তা অব্যাহত রয়েছে।
সন্ধ্যা পর্যন্ত ৫০ থেকে ৬০ ট্রাকে করে প্রতিমা আনা হয়েছে। কয়েক হাজার নারী-পুরুষ ও শিশুরা এ বিসর্জনে অংশ নিচ্ছেন। এর সঙ্গে ঢাকঢোল ও কাঁসার ঘণ্টা এবং শঙ্খধ্বনি দেয়া হয়।
এখনো প্রতিমাবাহী ট্রাক সদরঘাট এলাকায় আসছে। সেই সঙ্গে এলাকায় ভক্তদের আগমন বেড়েই চলেছে।
এর আগে বিকাল চারটার দিকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে প্রতিমাবাহী ট্রাকের শোভাযাত্রা শুরু হয়।
অনেকেই ট্রাকে, ছোট ছোট যানবাহনে করে প্রতিমা নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করেন।
দুপুরে রাজধানীর বনানী, পলাশীর মোড়, শাহবাগ, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার সড়কে শোভাযাত্রা করেন দেবীর ভক্তরা।
বিভিন্ন সড়কের বিভিন্ন মোড়ে প্রতিমা নিয়ে শোভাযাত্রার অপেক্ষায় অনেককে দাঁড়িয়েও থাকতে দেখা গেছে।দেবী দুর্গার বিসর্জন
বাংলাদেশ পূজামন্ডপ উদযাপন কমিটির সভাপতি কাজল দেবনাথ গণমাধ্যমকে জানিয়েছিলেন, রাজধানীতে এবার মোট ২২১টি পূজামন্ডপ হয়েছে।
এছাড়া সারাদেশে ২৮ হাজার ৪৮৭টি পূজামন্ডপে এবার পূজা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।