শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > দুর্গাপূজায় সর্বাত্মকভাবে পাশে থাকবে ডিএসসিসি

দুর্গাপূজায় সর্বাত্মকভাবে পাশে থাকবে ডিএসসিসি

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে সর্বাত্মকভাবে পাশে থেকে সহযোগিতা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (১ অক্টোবর) নগরভাবনে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে ১৪৯টি পূজামণ্ডপে অনুদান প্রদানকালে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন এ কথা বলেছেন।

মেয়র বলেন, উপমহাদেশের যেকোনো অঞ্চলের চেয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক চমৎকার। আমরা এ ধারা সবসময় অব্যাহত রাখতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বাংলাদেশ অত্যন্ত ব্যতিক্রম। এখানে এ দেশে সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। এ সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

এ সময় পূজামণ্ডপে আগত ভক্তদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখে মণ্ডপগুলোর আশেপাশে পরিচ্ছন্নতাকরণ, রাস্তা চলাচলের উপযোগী করাসহ সড়ক বাতির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন মেয়র।

সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের মূল প্রতিপাদ্য হচ্ছে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়া। ধর্মনিরপেক্ষতার চেতনায় উজ্জীবিত হয়ে যে যার ধর্ম পালন করবে। ধর্ম যার যার থাকবে কিন্তু উৎসব হবে সবার। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে আমরা জাতির পিতার সোনার বাংলাদেশ গড়তে চাই।

মতবিনিময় সভা শেষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপকে পাঁচ হাজার টাকার চেক দেয়া হয়।

সভায় মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি সাবেক সচিব শৈলেন্দ্রনাথ মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জীসহ মহানগরীর ১৪৯টি মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মোস্তফা কামাল মজুমদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।