রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > দুবাই ফিটনেস চ্যালেঞ্জ নিলো ইউএই’র পররাষ্ট্রমন্ত্রী

দুবাই ফিটনেস চ্যালেঞ্জ নিলো ইউএই’র পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
দুবাইয়ে চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হয়েছে মাসব্যাপি ফিটনেস চ্যালেঞ্জ অনুষ্ঠান। কার্যক্রমটি উদ্বোধনের পর দুবাই সরকার কর্তৃপক্ষ থেকে শুরু করে বড় কর্মকর্তা এমনকি সাধারণ মানুষের ঢল নামছে প্রতিদিন।

সম্প্রতি ফিটনেস চ্যালেঞ্জে অংশগ্রহন করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ। রোববার চ্যালেঞ্জে অংশগ্রহণ করার ভিডিওটি সরাসরি মন্ত্রনালয় থেকে ইউটিউবে প্রকাশ করা হয়।

অক্টোবরের ২০ থেকে নভেম্বরের ১৮ তারিখ পর্যন্ত ফিটনেস চ্যালেঞ্জ কার্যক্রমটি চলবে। অনুষ্ঠানটিতে ২৫ হাজারের বেশি শরীরচর্চাবিদ অংশ নেবে এবং ৪০ টি আলাদা কসরত নিয়ে কার্যক্রম চলবে। এছাড়া মাসব্যাপি কার্যক্রমে প্রতি শুক্রবার সাফা পার্কে দলীয় ভাবে শারীরিক কসরত করানো হবে। শরীর চর্চার অংশ হিসেবে যোগব্যায়ামও থাকবে সেখানে। খালিজ টাইমস