বাংলাভূমি ডেস্ক ॥
দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১০৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশি কিশোর হাফেজ মুহাম্মদ তরিকুল ইসলাম (১৩)।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল বয়ান পত্রিকার প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার দুবাই কালচারাল সায়েন্টেফিক অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে দুবাই হলি কুরআন নামের এ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আরম্ভ হয়।
দুবাই প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্ব শেখ আহমদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম হাফেজ তরিকুল ইসলামসহ এ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সৌদি আরবের বাদশাহ সালমানকে এ বছরে শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব হিসেবেও সম্মাননা দেয়া হয়। তার পক্ষ থেকে সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী শেখ সালেহ বিন আব্দুল আজিজ আল শেখ পুরস্কার গ্রহণ করেন।
তরিকুলের বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামে। ঢাকার একটি মসজিদের পেশ ইমামের ছেলে হাফেজ তরিকুল ইসলাম।
মুহাম্মাদ তারিকুল ইসলাম প্রথমবারের মত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তিনি বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় বেশ কয়েকবার প্রথম স্থানের অধিকারী হয়েছেন। দুবাইয়ে ২১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ব্যাপারে তিনি বলেন : প্রতিযোগিতায় আমার পারফরমেন্স সন্তুষ্টিজনক ছিল। আমার পারফরমেন্স দেখে আমি নিজেই অবাক হয়েছি।
সেরা দশ প্রতিযোগীর মধ্যে তরিকুলের পরে দ্বিতীয় স্থানে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হুজাইফা সিদ্দিকী, যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে গাম্বিয়ার মুদজুব, সৌদি আরবের আহমদ ইবনে আব্দুল আজিজ ইবরাহীম উবাইদান, তিউনিশিয়ার রশিদ ইবনে আব্দুর রহমান, ষষ্ঠ হয়েছেন বাহরাইনের মুহান্না আহমদ মুহান্না সিসি, যৌথভাবে সপ্তম হয়েছেন মহুম্মদ হাদি আল বাশির, কুয়েতের ওমর মাহমুদ, মুরতানিয়ার মুহাম্মদ ওয়াবেকা, যৌথভাবে দশম স্থান অধিকার করেছেন হাবিমান মুকাইন, মিশরের নুজাইব জাদু ইসমাঈল।
এ সেরা দশ প্রতিযোগী মাঝে প্রথম স্থান অধিকারী পাবেন ৫০ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ৪০ লাখ, তৃতীয় স্থান অধিকারী পাবেন ৩০ লাখ, চতুর্থ স্থান অধিকারী পাবেন ১৪ লাখ, পাঁচ থেকে দশ পর্যন্ত্র যথাক্রমে পাবেন ৬ লাখ টাকা করে।
সূত্র : আল বয়ান, আরব আমিরাত