বাংলাভূমি২৪ ডেস্ক ॥ যুগ যুগ ধরে পোশাক তৈরিতে বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে। রেশম থেকে শুরু করে প্লাস্টিক দিয়েও তৈরি করা হয়েছে পোশাক। তবে, দুধ দিয়ে পোশাক তৈরির কথা এ পর্যন্ত কেউ কখনো ভাবেনি। আর সেই অসম্ভব কাজটি করে দেখালেন বিখ্যাত ফটোগ্রাফার জেরোসল্যাভ।
এই ফটোগ্রাফারের তোলা একটি অসাধারণ ছবিতে দেখা গেছে বিশ্বের প্রথম দুধের তৈরি পোশাক। মডেলের দেহে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দুধ ছুড়ে দিয়ে এমনভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে যে কেউ দেখলে বিশ্বাসই করতে পারবে না এই দৃশ্য অল্প কিছুক্ষণের জন্য।
দৃশ্যটি তৈরিতে ক্যামেরার অনন্য ব্যবহার এবং ফটোশপকে কাজে লাগানো হয়েছে। তবে গায়ে লেপ্টে থাকা দুধের স্রোত দৃশ্যমান হয় স্থির পোশাকের মতই।