রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > দু’দিনের সফরে রংপুর গেছেন এরশাদ

দু’দিনের সফরে রংপুর গেছেন এরশাদ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দু’দিনের সফরে রংপুর গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বারিধারা’র প্রেসিডেন্ট পার্ক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

সকাল সাড়ে ৯টায় নভো এয়ারের একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। দুপুর পৌনে ১২টায় রংপুর সার্কিট হাউসে সালাম গ্রহণ করবেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। বেলা ৩টায় খলোয়া ইউনিয়নে এক পথসভায় বক্তৃতা করবেন হুসেইন মুহম্মদ এরশাদ। সন্ধ্যা ৬টায় জাতীয় পার্টি রংপুর কার্যালয়ে এক মতবিনিময় সভায় যোগ দিবেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

০২ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় রংপুর পল্লী নিবাস থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। বেলা ১১টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে নভো এয়ারের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। দুপুর পৌনে ১টায় বারিধারা’র প্রেসিডেন্ট পার্কে হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিত থাকার কথা রয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদের সাথে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তদাফিজার রহমান মোস্তফা, পার্টির ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান জাহাঙ্গীর।

সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বিমান বন্দরে বিদায় জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আবদুস সবুর আসুদ, কেন্দ্রীয় নেতা মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, মো. আল মামুন।

শনিবার জামালপুরের ইসলামপুরে জনসভায় ভাষণ দেবেন হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী ৩ নভেম্বর, শনিবার জামালপুর জেলার ইসলামপুরে জাতীয় পার্টির জনসভায় ভাষন দেবেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

ঐদিন দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে হেলিকপ্টার যোগে জামালপুরের ইসলামপুরের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি। বেলা তিনটায় ইসলামপুরের গুঠাইল হাই স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় পার্টি আয়োজিত জনসভায় ভাষন দেবেন তিনি। ইসলাম উপজেলা জাতীয় পার্টি আয়োজিত ঐ সভায় সভাপতিত্বে করবেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা আল মাহমুদ।

বিকেল ৪টায় হেলিকপ্টার যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা করবেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। বিকেল পৌনে ৫টায় তাঁর বারিধারা’র বাসভবনে উপস্থিত থাকার কথা রয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদের সফর সঙ্গী হিসেবে থাকছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার।