শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন’ খাতে ন্যাশনাল ব্যাংকের ঋণ

‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন’ খাতে ন্যাশনাল ব্যাংকের ঋণ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেড রাজশাহী শাখা’র উদ্যোগে তানোর থানা’র কাঁঠালপাড়া স্কুল মাঠে ‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন’ খাতে ৮টি গ্রামের ১৪টি গ্রুপে ১৮১ জন কৃষকের মাঝে ৯৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রাজশাহীর আঞ্চলিক প্রধান ওয়াসিফ আলী খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপ মহাব্যবস্থাপক আব্দুল হালিম ও তানোর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোখলেসুর।

ন্যাশনাল ব্যাংকের এসএভিপি ও রাজশাহী শাখার ম্যানেজার আলী হায়দার মর্তুজার পরিচালনায় অনুষ্ঠানে ১৮১ জন কৃষককে ১৯৪টি বকনা বাছুর ক্রয়ের জন্য এ ঋণ বিতরণ করা হয়।