রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > দুঃসময়ে বোলারদের পাশে তামিম

দুঃসময়ে বোলারদের পাশে তামিম

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

দক্ষিণ আফ্রিকা সফরে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন তাসকিন-রুবেলরা। বোলারদের এমন পারফর্মেন্সে কঠোর সমালোচনা হচ্ছে। সমালোচনার তীর কিছুটা যাচ্ছে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের দিকেও। তবে বোলারদের এমন দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

বোলারদের সমালোচনা না করে এখন তাদের পাশে দাঁড়ানো উচিত উল্লেখ করে তামিম বলেন, ‘ব্যাটসম্যানদের মত বোলারদেরও একটা খারাপ সময় যেতে পারে। এই সিরিজে হয়তো ওরা ভাল বোলিং করতে পারেনি। এ নিয়ে সংবাদ সম্মেলনে, গণমাধ্যমেও বোলারদের নিয়ে বেশ কথা বলা হচ্ছে। তবে আমরা কেন ভুলে যাই, গত দুই বছরে আমাদের সাফল্যের পেছনে কিন্তু বোলাদের বড় অবদান আছে।’

সমালোচনার রাশ টানার কথা উল্লেখ করে তামিম আরও বলেন, ‘ওরা সবাই তরুণ বোলার। ২০-২৫ বছর বয়স এদের। যদি এই সিরিজ ভালো নাও যায়, এই সিরিজ থেকে শিক্ষা নিয়ে পরের সিরিজে ওরা ভালো করবে। ওখান থেকে আমি নিশ্চিত কেউ না কেউ ভালো করবে।’

এদিকে ওয়ালশ প্রসঙ্গে তামিম বলেন, ‘ওয়ালশ যে তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন এটা অনেক বড় একটা ব্যাপার। আমি ব্যাটসম্যান হওয়ায় তার সঙ্গে কাজ করার সুযোগ কম। তবে যতটুকু দেখি, তিনি তার নিজের দায়িত্ব পুরোপুরি পালন করার চেষ্টা করছেন। আমরা যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে একক কাউকে দোষ দেওয়ার আমি পক্ষে না।’