শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > দীর্ঘদিন বঙ্গবন্ধুকে ভুলিয়ে রাখা হয়েছিল: চুমকি এমপি

দীর্ঘদিন বঙ্গবন্ধুকে ভুলিয়ে রাখা হয়েছিল: চুমকি এমপি

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, দীর্ঘদিন বঙ্গবন্ধুকে ভুলিয়ে রাখা হয়েছিল। বঙ্গবন্ধুর কর্মজীবনের প্রকৃত ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। বঙ্গবন্ধুকে নিয়ে সভা ও সেমিনারে বক্তব্য দেয়া দুষ্কর ছিল। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। সেই কথা স্বীকার করতে নারাজ স্বাধীনতা বিরোধী শক্ররা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা মেহের আফরোজ চুমকি এমপি তার বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরীর পরিচালনায় কালীগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম তোরণ, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক কাজী বশিরউদ্দিন আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম রবিন হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।