শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > দীর্ঘদিন ক্ষমতায় থাকার কুফল নিয়ে আ.লীগ সচেতন

দীর্ঘদিন ক্ষমতায় থাকার কুফল নিয়ে আ.লীগ সচেতন

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, ‘তিনবার (দীর্ঘদিন) ক্ষমতায় থাকার কারণে সরকারের সঙ্গে জনগণের দূরত্ব বাড়ে। দলের ভেতরেও অভ্যন্তরীর বিভিন্ন জটিলতা তৈরি হয়। এসব বিষয়ে (কুফল) আওয়ামী লীগ সচেতন আছে। তাই এবার দলের দায়িত্ব দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়েছে। যারা মন্ত্রীত্বে আছেন তাদের দলের দায়িত্ব দেয়া হয়নি।’

বুধবার (৮ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যুরো প্রধান ও সংবাদকর্মী। এ ছাড়া উপস্থিত ছিলেন নগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা।

ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন- মানুষ হিসেবে ভুলত্রুটি থাকতে পারে। আমি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনা করব। বাংলাদেশ আওয়ামী লীগ ভুলত্রুটি থেকে শিক্ষাগ্রহণ করে। আওয়ামী লীগ সবসময় নিজেদের কাজের ইভালুয়েট করে। নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’

চট্টগ্রামের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ সব পেশার মানুষের একই সুরে কথা বলতে হবে। আমাদের কথায় ও কাজে যদি কোনো গ্যাপ থাকে তাহলে চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হবে।

‘চট্টগ্রামের রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। আওয়ামী লীগ সরকার চট্টগ্রামকে সবসময় গুরুত্ব দিয়ে থাকে। এ কারণে টানেলসহ মেগা প্রজেক্ট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি দেশের সামগ্রিক উন্নয়নে বিশ্বাস করি। কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম। চট্টগ্রামের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে।’

বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে সবসময় গুরুত্ব দেন। একইভাবে রাজনৈতিকভাবে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম অঞ্চল থেকে আটজন নেতাকে কেন্দ্রীয় নেতৃত্বে স্থান দিয়েছেন। সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। ৪৩টি টেলিভিশন চ্যানেল অনুমোদন দিয়েছে। চট্টগ্রামের মানুষ ভাগ্যবান, তারা নিজেদের মাঝ থেকে তথ্যমন্ত্রী পেয়েছে।

তিনি আরও বলেন, দলের পদ পাওয়া মানেই নেতা হওয়া নয়। পদটাকে অর্থবহ করার জন্য মানুষের সমর্থন ও ভালোবাসা দরকার। আমি মানুষের সেই ভালোবাসা অর্জনের জন্য কাজ করে যাব।