শুক্রবার , ১৫ই নভেম্বর, ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > দিল্লি পৌর নির্বাচনে বিজেপির জয়, কংগ্রেসের নিশানা মুছে দিবেন অমিত

দিল্লি পৌর নির্বাচনে বিজেপির জয়, কংগ্রেসের নিশানা মুছে দিবেন অমিত

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
দিল্লি পৌরসভা নির্বাচন-২০১৭’র লড়াইটা হয়েছে মূলত ভারত জনতা পার্টি-বিজেপির সভাপতি অমিত শাহ, আম আদমি পার্টির সভাপতি অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেসের অজয় মাকেনের মধ্যে। দিল্লীর তিনটি পৌরসভাতেই বিপুল ভোটে জয় লাভ করে বিজেপি।

ভোটের পর আম আদমি পার্টি ভোটিং মেশিনে জালিয়াতির অভিযোগ করে এবং কংগ্রেসের দিল্লি প্রধান অজয় মাকেন পদত্যাগ করেন। অমিত শাহ জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিয়ে বলেন, দিল্লির মানুষ নেতিবাচক ও অজুহাতের রাজনীতিকে প্রত্যাখান করেছে।

এর আগে ভারতের উত্তরপ্রদেশের নির্বাচনে বিপুল ভোটে বিজেপির জয়লাভের পর রাজনৈতিক বিশ্লেষকরা আভাস দিয়েছিলেন, তার কিছুটা প্রভাব পড়বে দিল্লি পৌর নির্বাচনে। তবে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়েছে বিজেপি।

উত্তর-দক্ষিণ ও পূর্ব মিলিয়ে দিল্লি পৌরসভার মোট ২৭২টি আসনের মধ্যে ২৭০টিতে ভোটগ্রহণ হয় রোববার। উত্তর দিল্লির ১০৪টি আসনের মধ্যে বিজেপি ৬৭টি, আম আদমি পার্টি ২০টি কংগ্রেস ১৩টি, অন্যান্য দল ৩টি আসন পেয়েছে। দক্ষিণ দিল্লিতেও ১০৪টি আসনের মধ্যে বিজেপি ৭০টি, আপ ১৭টিতে, কংগ্রেস ১১টি আসন পেয়েছে। পূর্ব দিল্লির ৬৪টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি, আপ ১০টি, কংগ্রেস ৩টি, অন্যান্য দল ২টি আসন লাভ করে।

জয়ের পর পশ্চিমবঙ্গ সফরে সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেন, সরকারের ব্যর্থতার ছাপ স্পষ্ট। পাঁচজনের মধ্যে একজন দারিদ্রসীমার নিচে বাস করে। বোমার কারখানা ছাড়া আর সব বন্ধ হয়ে গিয়েছে। রবীন্দ্রসঙ্গীতের বদলে কলকাতার মানুষ বোমার আওয়াজ শুনে। বিজেপি নতুন করে সোনার বাংলা গড়বে।

অমিত শাহ মমতার সমালোচনা করে বলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিল ইস্যুতে বিরোধিতা করেন কিন্তু জালনোট ঠেকাতে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি। অবৈধ অনুপ্রবেশকারীদেরও রুখা যাচ্ছে না। তিনি আরো বলেন, মমতা বিজেপি ফোবিয়ার ভুগছেন। এর আগে মঙ্গলবার মমতা বন্দোপাধ্যায় বলেন, বিজেপি সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতি ছড়াচ্ছে। এর আগে অমিত বলেন, গো-হত্যা বন্ধ করা হবে। এটি কোন ভাবেই বরদাশত করা হবে না।

২০১৯ সালের মধ্যে বিজেপি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আসন পাবে বলে জানান তিনি। সূত্র: এনডিটিভি, ওয়ান ইন্ডিয়া