বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > দিল্লিকে ১৮০ রানের লক্ষ্য দিয়েছে চেন্নাই

দিল্লিকে ১৮০ রানের লক্ষ্য দিয়েছে চেন্নাই

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
দুই দলেরই সবার আগে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। তবে চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালসের সামনে লড়াইটা হলো শীর্ষস্থান নিশ্চিত করার। সেই লড়াইয়ে শুরুতেই সম্ভবত এগিয়ে থাকলো চেন্নাই। কারণ, চেন্নাইর এম চিদাম্বরম স্টেডিয়ামে সফরকারী দিল্লিকে ১৮০ রানের লক্ষ্য বেধে দিয়েছে স্বাগতিক চেন্নাই সুপার কিংস।

সুরেশ রায়নার হাফ সেঞ্চুরি, এক ম্যাচ বিরতি দিয়ে ফেরা মহেন্দ্র সিং ধোনির ২২ বলে ৪৪ রানের ঝড়ে দিল্লির সামনে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান স্কোরবোর্ডে তুলেছে চেন্নাই সুপার কিংস।

টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় দিল্লি ক্যাপিটালস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শেন ওয়াটসনের উইকেট হারায় চেন্নাই। এরপর ফ্যাফ ডু প্লেসিকে নিয়ে জুটি গড়ে সুরেশ রায়না। ৮৩ রানের জুটি গড়ার পর থেমে যায় তারা। ৪১ বলে ৩৯ রান করে আউট হন ডু প্লেসিস।

সুরেশ রায়না ৩৭ বলে ৮ বাউন্ডারি এবং ১ ছক্কায় ৫৯ রান করে আউট হন। ২২ বলে ৪ বাউন্ডারি এবং ৩ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন মহেন্দ্রে সিং ধোনি। রবীন্দ্র জাদেজা ১০ বলে ২৫ রান করে আউট হন। ২টি করে বাউন্ডারি এবং ছক্কা মারেন তিনি।