শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > দিলওয়ালে’র প্রথম দিনের টাকা যাবে চেন্নাইয়ে ত্রাণে

দিলওয়ালে’র প্রথম দিনের টাকা যাবে চেন্নাইয়ে ত্রাণে

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: ‘দিল তো হর কিসিকে পাস হোতা হ্যায়, লেকিন হর কোই দিলওয়ালে নেহি হোতে।’ তবে তাঁর দিল যে সত্যিই বড় এবং তিনি নিজে ‘দিলওয়ালে’ সেটা প্রমাণ করলেন কিং খান। তিনি ঘোষণা করলেন, চেন্নাইয়ে ভয়াবহ বন্যায় ত্রাণের কাজে আসন্ন সিনেমা দিলওয়ালে’র প্রথম দিনের বক্স অফিস কালেকশন তুলে দেবেন। এর আগেও তিনি বহুবার চুপিসারে অনেকের জন্য করেছেন। কখনও একটা গোটা গ্রামের বিদ্যুতের জোগান দিয়েছেন, কখনও হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য বিশেষ ওয়ার্ডের খরচ বহন করেছেন। পাকিস্তানে বন্যাকবলিতদের জন্যেও একটি চ্যারিটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাহরুখ। অবশ্য এর জন্য তাঁর সমালোচনাও কম হয়নি। কিন্তু ‘বড়ি বড়ি দেশো মে অ্যায়সি ছোটি ছোটি বাতেঁ হোতি র‌্যাহতি হ্যায়।’ এ সব তিনি গায়ে মাখেননি, কানেও তোলেননি। চেন্নাইয়ের বন্যায় এখনও পর্যন্ত ২৬০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। এর আগও রজনিকান্ত থেকে ক্রিকেটার রবি অশ্বিন এবং মুরলি বিজয় ত্রাণের জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। শাহরুখও এঁদের সঙ্গে যুক্ত হলেন। খুব কম করে হলেও প্রথম দিনে সারা দেশে অন্তত ২৫-৩০ কোটি টাকার ব্যবসা করতে পারে দিলওয়ালে। এমনটাই শোনা যাচ্ছে। এই টাকা প্রচুর মানুষের উপকারে আসবে। শাহরুখের এই প্রচেষ্টায় তাঁর সঙ্গে দিয়েছেন দিলওয়ালে সিনেমার গোটা কাস্ট।