সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > দার্শনিক আরজ আলীর ১১৪তম জন্মবার্ষিকী

দার্শনিক আরজ আলীর ১১৪তম জন্মবার্ষিকী

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, বরিশাল ॥ সত্যের সন্ধ্যানে লৌকিক দর্শন প্রখ্যাত দার্শনিক আরজ আলী মাতুব্বরের ১১৪তম জন্মবার্ষিকী আজ।

১৩০৭ সনের ৩ পৌষ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গ্রামের দরিদ্র কৃষক এন্তাজ আলী মাতুব্বরের ঘরে তিনি জন্মগ্রহণ করেন।

স্ব-শিক্ষিত মানুষ হয়েও সর্বত্র বইয়ের আলো ছড়িয়ে দিতে তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। দার্শনিক আরজ আলী মাতুব্বরের জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ আব্দুর রহমান খান স্মৃতি পাঠাগারের উদ্যোগে বুধবার থেকে তিন দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরজ আলী মাতুব্বর দার্শনিক আরজ আলীর ১১৪তম জন্মবার্ষিকী

দার্শনিক, চিন্তাবিদ এবং লেখক আরজ আলী মাতুব্বরের লেখায় উঠে এসেছে জগত ও জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা।

আরজ আলী মাতুব্বরের প্রকাশিত গ্রন্থগুলো হলো- ম্যাকগ্লেসান চুলা (১৯৫০), সত্যের সন্ধান (১৯৭৩), সৃষ্টি রহস্য (১৯৭৮), স্মরণিকা (১৯৮২), অনুমান (১৯৮৩), মুক্তমন (১৯৮৮)।

মাত্র চার বছর বয়সে বাবাকে হারিয়েছেন আরজ আলী মাতুব্বর। পরবর্তীতে দেনার দায়ে বসতবাড়ি ও জমি হারিয়ে নিঃস্ব হয়ে যায় আরজ আলীর পরিবার। আরজ আলী নিজ গ্রামে মুনশী আব্দুল করিমের মক্তবে সীতানাথ বসাকের কাছে ‘আদর্শ লিপি’ পড়তেন। দারিদ্র্যতার কারণে তাকে মক্তব ছাড়তে হয়। এরপর তিনি কৃষি কাজে নিয়জিত হন। কৃষি কাজের অবসরে তিনি জমি জড়িপ বা আমিনের কাজ শিখে নেন। এরপর জমি জড়িপের কাজকেই পেশা হিসেবে গ্রহণ করেন। একসময় মানুষ ও জীবন সম্পর্কে তার মনে প্রশ্ন জাগায় তিনি নিজের অভিজ্ঞতা থেকে ও নিজের উপার্জিত অর্থ দিয়ে ১৩৮৬ বঙ্গাব্দে নিজের বাড়িতে ‘আরজ মঞ্জিল’ পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন।

স্থানীয় চারটি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেন। মানব কল্যাণে ব্যবহারের জন্য তিনি মরণোত্তর দেহদান করে গেছেন।

বাংলা ১৩৯২ সনের পহেলা চৈত্র ৮৬ বছর বয়সে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।