শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > দামুড়হুদায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

দামুড়হুদায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

শেয়ার করুন

জেলা প্রতিনিধি ॥
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী সংগঠন ‘গ্যাং গ্রুপের’ নেতা বিল্লাল হোসেন (৩৯) নিহত হয়েছেন।

সোমবার ভোর ৪টার দিকে দামুড়হুদা উপজেলার চাঁদপুর-উজলপুর গ্রামের মধ্যবর্তী স্থানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পুলিশ এসময় দু’টি পিস্তল, দু’টি তাজা বোমা ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে।

নিহত বিল্লাল চাঁদপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রোববার মধ্যরাতে দর্শনা তদন্ত কেন্দ্রের একটি দল টহলে বের হয়। পুলিশ দলটি ভোর ৪টার দিকে চাঁদপুর-উজলপুর সড়কের পাশের একটি মাঠের মধ্যে কয়েকজনকে বসে থাকতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা পুলিশ দলকে লক্ষ করে বোমা ও গুলি ছুড়তে থাকে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে বিল্লাল হোসেনের গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। এসময় সেখান থেকে এসব গুলি, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী জানান, বিল্লাল চুয়াডাঙ্গা জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে।