শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > দামিনী ধর্ষণের ১বছর

দামিনী ধর্ষণের ১বছর

শেয়ার করুন

কলকাতা প্রতিনিধি ॥ দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ২০১২ সালের ১৬ ডিসেম্বর বাসের মধ্যে রাজধানীতে জনসমক্ষে ধর্ষন হয় দামিনী। তারপর তার ওপর ও তার বন্ধূর ওপর অত্যাচার করে ধর্ষকদল। দিল্লি ধর্ষনকান্ডের পর আজও দিল্লির বুকে মহিলারা লড়াই-প্রতিবাদ করছে। একবছর কাটলেও দিল্লির বুকে অত্যাচার থেকেই গেছে। নারী নির্যাতন, শ্লীলতাহানি, যৌন নির্যাতনের শিকার হচ্ছে মহিলারা। শুধু দিল্লি নয় আজ রাজধানী ছাড়িয়ে কলকাতায় এখন একই অবস্থা। বারাসতের কামদুনি থেকে কলকাতার পার্কস্ট্রিট পর্যন্ত নারীরা আজ ঘর থেকে বের হতে পারছেন। একবছরে নিরপত্তা রক্ষার থেকে বেড়ে গেছে অত্যাচার-নির্যাতন। তবে এখন নির্ভয়া দামিনীর পথেই হাঁটছে কলকাতার বাসিন্দারা।

সোমবার বছর পূর্তি উপলক্ষ্যে শহরজুড়ে বিভিন্ন স্থানে প্রচার, মিছিল ও সমাবেশ হয় কলকাতায়। আজ করকাতায় বিভিন্ন স্থানে প্রদীপ হাতে বেরিয়ে প্রমিলা বিগ্রেড। তার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে মহিলা সংগঠনগুলি নেমে পড়ে রাস্তায়। এদিন অবার বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের পদত্যাগে দাবীতে সরব হয় মহিলা সংগঠনগুলো।