বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > দাবার নতুন রাজা কার্লসেন

দাবার নতুন রাজা কার্লসেন

শেয়ার করুন

স্পোর্টস রিপোর্টার ॥ ২০০৭ সালে শুরু। এরপর টানা ছয়বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন ভারতের বিশ্বনাথন আনন্দ। কিন্তু এবার আর পেরে উঠলেন না তিনি। নিজের শহর চেন্নাইয়ে তার শ্রেষ্ঠত্ব হারাতে হলো নরওয়ের ম্যাগনাস কার্লসেনের কাছে। ১২ ম্যাচের এই লড়াইয়ে চ্যাম্পিয়ন হতে ২২ বছর বয়সী কার্লসেনের প্রয়োজন ছিল সাড়ে ৬ পয়েন্ট। শিরোপার জন্য ১০ ম্যাচের বেশি খেলতে হয়নি তাকে। পরশু দশম ম্যাচ ড্র করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যান দাবার এক সময়ের ‘বিস্ময় বালক’। তিনটি ম্যাচ হেরে যাওয়ায় নবম ম্যাচ শেষে ৬-৩ পয়েন্টে পিছিয়ে পড়া আনন্দ অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। শুরু থেকে স্বভাবসুলভ আক্রমণাত্মক খেলা দিয়ে চেষ্টা করেছিলেন প্রতিপক্ষকে হারিয়ে দেয়ার। কিন্তু লাভ হয়নি। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা লড়াইয়ের সমাপ্তি হয় ৬৫ চাল শেষে, দুজনে ড্র মেনে নেয়ায়। মাত্র ১৩ বছর বয়সে দ্বিতীয় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার হওয়া কার্লসেন চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ১৩ লাখ ৪৪ হাজার ডলার পাবেন। ছয় বছর পর শিরোপা হারানো আনন্দের প্রাপ্তি ৮ লাখ ৯৬ হাজার ডলার।