বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > দাপটে সমতা ফেরালো জিম্বাবুয়ে

দাপটে সমতা ফেরালো জিম্বাবুয়ে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: পরপর দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গিয়েছিল আফগানিস্তান। তবে জিম্বাবুয়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরালো। এলটন চিগুম্বুরার দলও পরপর দুই ম্যাচ জিতে নিল। সোমবার রাতে আফগানদের তারা হারিয়েছে ৬৫ রানে। জিম্বাবুয়ের ছুঁরে দেওয়া ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আসগর স্ট্যানিকজাইয়ের দল অলআউট হয়েছে ১৬১ রানে।

রান তাড়া করতে নেমে যেমন শুরু হওয়া দরকার আফগানদের সেরকম হয়নি। ৪ রানে উদ্বোধনী ব্যাটসম্যান নুর আলী জাদরান (৪) এবং ১৩ রানে অধিনায়ক স্ট্যানিকজাই (২) ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। সেই চাপ আরও বাড়িয়ে দেন ৩৪ রানে রশিদ খান (১০) ফিরে গিয়ে।

থিতু হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী (১১)। আফগান ইনিংসকে যা একটু বড় করার চেষ্টা করেছেন মোহাম্মদ শাহজাদ। এই সিরিজে দারুণ ধারাবাহিক উদ্বোধনী ব্যাটসম্যান এদিনও খেলেছেন ৪৫ রানের ইনিংস। ৭২ বলে খেলা তার এই ইনিংসে ছিল পাঁচটি চার। মিডল অর্ডারে হাসমতুল্লাহ শহীদির ব্যাট থেকে এসেছে ৬৭ বলে ৩১। শেষের দিকে মিরওয়েইস আশরাফ ১৮ এবং দৌলত জাদরান ১৬ রান করে পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন মাত্র। ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন চিবাবা। মাদিভা ও লুক জঙ্গে দু’জনই ২২ রান এবং গ্রায়েম ক্রেমার ৩৮ রানে পেয়েছেন ২টি করে উইকেট।

এরআগে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করে ২২৬ রান। উদ্বোধনী জুটিতে পিটার মুর এবং চামু চিবাবা তুলে ফেলেন ৯২ রান। দু’জনই ফিফটি তুলে নেন। মুর ৭২ বলে চার বাউন্ডারীতে ৫২ এবং চিবাবা ৯২ বলে এক চার-ছক্কায় খেলেন ৫৩ রানের ইনিংস।

দুর্দান্ত শুরুর পরও জিম্বাবুয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে। মুর-চিবাবা ছাড়া হ্যামিল্টন মাসাকাদজা ২৬, ম্যালকম ওয়েলার ১৫, রিকমন্ড মুতামবামি ১৪ রান করেন। রশিদ খান ৪৩ এবং দৌলত জাদরান ৫৩ রানে নিয়েছেন ৩টি করে উইকেট। আমির হামজা ৩১ এবং মিরওয়েইস আশরাফ ৩৬ রানে পেয়েছেন ৩টি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন চিবাবা। বুধবার একই স্টেডিয়ামে পঞ্চম এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।