স্টাফ রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সরকার প্রতিহিংসার রাজনীতির কারণে জনগণ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সরকারের সব অপকর্মের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার হরতাল-পরবর্তী প্রতিক্রিয়ায় এক বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলাম খান বলেন, হরতাল বানচাল করার জন্য দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে।
এতে জামায়াতের শতাধিক নেতা-কর্মী গ্রেফতার ও অর্ধশতাধিক আহত হয়েছেন। সরকার জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের নামে প্রহসন করে হত্যার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা সব মামলাই মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সরকার পক্ষ অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তার পরও আদালত জামায়াতের সেক্রেটারি জেনারেলকে ফাঁসির আদেশ দিয়ে চরম জুলুম করেছেন। তিনি বলেন, গতকাল চাঁদপুরে আবদুল হামিদ নামে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। হত্যা, সন্ত্রাস, গণগ্রেফতার, গণনির্যাতন বন্ধ করে জামায়াত নেতাদের মুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে পদত্যাগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।