স্পোর্টস ডেস্ক ॥
টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচ সিরিজের ওয়ানডেও হাতছাড়া হলো বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশেকে ১০৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। আর হারের কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক দলগত ভাল খেলতে না পারাকেই দায়ী করছেন।
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রাপ্তি ছিল মুশফিকের সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচেও প্রাপ্তি বলতে মুশফিক-ইমরুলের ফিফটি আর রুবেল-সাকিবের বোলিং। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স নয়, মাশরাফি বললেন দল হিসেবে ভাল খেলতে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তাই বললেন, ‘আমাদের মূল সমস্যা হচ্ছে দল হিসেবে ভালো খেলতে পারছি না।’
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ মূলত হেরে গেছে ডি ভিলিয়ার্সের ১০৪ বলে ১৭৬ রানের বিধ্বংসী ইনিংসের কাছে। এ নিয়ে মাশরাফি বলেন, নিজের দিনে ডি ভিলিয়ার্স বিশ্বের সেরা। আজকে তার তেমন দিন ছিল। সাকিব পরপর দুইটা উইকেট নেওয়ার পর আমরা কিছুটা হলেও খেলায় ফিরছিলাম। ডি ভিলিয়ার্সের উইকেটটা আমাদের দরকার ছিল। ওর উইকেট পেলে হয়তো আমরা ম্যাচে খুব ভালোভাবে ফিরতে পারতাম।