শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > দরকারে কাঁচা চামড়া রফতানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী

দরকারে কাঁচা চামড়া রফতানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এবার যেন চামড়ার কিছুটা দাম পাওয়া যায়, সেজন্য কাঁচা চামড়া ও ওয়েট-ব্লু লেদার বা আংশিক প্রক্রিয়াজাত চামড়া রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এখনই রফতানির ঘোষণা দেননি তিনি। বরং চামড়া নিয়ে যদি গতবারের মতো সমস্যা হয় তাহলে রফতানির সুযোগ দেয়া হবে বলে জানান।

আজ রোববার জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীল সঙ্গে চামড়া ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে ভার্চুয়াল এ বৈঠকে উপস্থিত ছিলেন চামড়া খাত শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, রফতানিকারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, যদি চামড়ার দামে সমস্যা দেখা যায় তবে কাঁচা চামড়া ও ওয়েট-ব্লু লেদার বা আংশিক প্রক্রিয়াজাত চামড়া রফতানির অনুমোদন দেয়া হবে। এ জন্য একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটিই রফতানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।