শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শিক্ষাঙ্গন > দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে কাপাসিয়ায় অবহিতকরণ কর্মশালা

দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে কাপাসিয়ায় অবহিতকরণ কর্মশালা

শেয়ার করুন

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: সরকারি খরচে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার কাপাসিয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং অর্থ মন্ত্রণালয়ের ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (সেইপ) এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বেকার যুবক যুবতীদের দেশে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে পরিচালিত সামাজিক প্রচারাভিযানমূলক এ কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, এনজিও কর্মী, বেকার যুবক যুবতীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আরিফুল হক, ওয়ার্কসপ ফেসিলেটর মানিক কুমার, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সমবায় অফিসার গোলাম মোর্শেদ মৃধা, যুব উন্নয়ন অফিসার শামীমা নাসরিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।