স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার দক্ষিণ সালনা এলাকায় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা আবদুর রউফ খুন হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রী।
মঙ্গলবার নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আবদুর রউফ দক্ষিণ সালনা এলাকার মৃত আকবর আলীর পুত্র।
জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল মুখে গামছা বেঁধে ওই এলাকার আবদুর রউফের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে।
পরে ডাকাত দল ওই গৃহকর্তার ছেলের ঘরে যায় এবং তাকে দেশীয় অস্ত্রের মুখে চোখ, হাত-পা বেঁধে জিম্মি করে। পরে গৃহকর্তা আবদুর রউফের ঘরে ঢুকে।
এ সময় আবদুর রউফ তাদের বাঁধা দিতে গেলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান। স্বামীকে বাঁচাতে এসে হামলায় আহত হন রউফের স্ত্রী মাজেদা বেগম।
একপর্যায়ে ডাকাত দলে ঘরের ভেতরে রাখা স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে সদর থানার ওসি মো. এজাজ শফি জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।