সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > দক্ষিণ এশিয়ায় প্রিন্টারের বাজার বাড়ছে

দক্ষিণ এশিয়ায় প্রিন্টারের বাজার বাড়ছে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ফ্রান্সিস চুয়া, সাকিব আল হাসান ও মাহফুজুল আরিফ চুক্তি সই করার পর ক্যামেরার সামনেবিশ্বের উন্নত দেশগুলোতে প্রিন্টার, ফটোকপিয়ার বা ডিজিটাল ইমেজিং পণ্যের চাহিদা কমলেও দক্ষিণ এশিয়ায় এর বাজার বাড়ছে। সম্প্রতি জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান কনিকা মিনোল্টার এশিয়া অঞ্চলের বিপণন ব্যবস্থাপক ফ্রান্সিস চুয়া জানিয়েছেন, ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার বাজারে প্রিন্টারের চাহিদা বাড়বে। এ ক্ষেত্রে বাংলাদেশও একটি সম্ভাবনাময় বাজার।

গতকাল জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান কনিকা মিনোল্টা, বাংলাদেশে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য উপস্থাপন করেন চুয়া।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে কম্পিউটার সোর্সকে বাংলাদেশি পরিবেশক হিসেবে ঘোষণা দেয় কনিকা মিনোল্টা। এ ছাড়া কম্পিউটার সোর্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান কনিকা মিনোল্টার পরিচিতি বাড়াতে কাজ করবেন বলেও জানানো হয়।

বিআইসিসির কার্নিভাল হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, কনিকা মিনোল্টার এশিয়া অঞ্চলের বিপণন ব্যবস্থাপক ফ্রান্সিস চুয়া, কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল আরিফ।

অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ১৯৯৩ সালে যাত্রা শুরুর পর থেকে কম্পিউটার সোর্স বিশ্বের ৪৭টি প্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য ও সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এবার যুক্ত হচ্ছে কনিকা মিনোল্টা।

ফ্রান্সিস চুয়া অনুষ্ঠানে জানিয়েছেন, ২০২৫ সাল পর্যন্ত প্রিন্টারের চাহিদা কমবে না। তাই এই ব্যবসা সম্প্রসারণের জন্য বাংলাদেশে কম্পিউটার সোর্সকে পরিবেশক নিয়োগ দেওয়া হচ্ছে।

এই অনুষ্ঠানে দেশে ইমেজ ও প্রিন্টিং প্রসঙ্গে এ এইচ এম মনোয়ার সাগর বলেন, কম্পিউটারের সঙ্গে সংযুক্ত সুবিধার ফটোকপিয়ারগুলোতে যেমন বহুমাত্রিক সুবিধা রয়েছে, তেমনি রয়েছে বাজারের তুলনায় অর্ধেক খরচে প্রিন্ট সুবিধা। এছাড়া ফটোকপিয়ার ইনস্টল থেকে শুরু করে কম্পিউটার সোর্সের সেলস এবং সার্ভিস পয়েন্ট থেকে সার্বক্ষণিক সেবার প্রতিশ্রুতি দেন তিনি।

এই অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, ‘দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হলো। এর মাধ্যমে আমাদের একসঙ্গে যাত্রা শুরু হলো। গ্রাহকেরা এখন উন্নত প্রিন্টার পেতে পারেন। আশা করছি, এর মাধ্যমে খুব ভালো আরেকটি ইনিংস শুরু হলো।(প্রথম আ্লাে)