রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > থ্রিজি মাধ্যমে প্রচার চালাবে আওয়ামী লীগ

থ্রিজি মাধ্যমে প্রচার চালাবে আওয়ামী লীগ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী প্রচার চালাবে মতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির কার্যালয়ে দলের প্রচার কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের কৌশল নির্ধারণেই বৈঠক অনুষ্ঠিত হয়। থ্রিজি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্বাচনী প্রচার, দেশের বাইরে থাকা পাঁচভাগ ভোটারের কাছে কীভাবে প্রচার চালানো যায়, এসব নিয়ে বৈঠকে কথা হয়েছে। এ ছাড়া প্রচারপত্র বিলি, বিলবোর্ড স্থাপন, পোস্টার ছাপানো ইত্যাদি বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকটি বিকাল ৫টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে।

আওয়ামী লীগের প্রচার কমিটির সভাপতি এইচ টি ইমামের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী, সাংসদ রেজা আলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রেজওয়ান সিদ্দিক।