শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > থাইল্যান্ডে ৬০ বাংলাদেশি উদ্ধার

থাইল্যান্ডে ৬০ বাংলাদেশি উদ্ধার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ শংখলায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা বাংলাদেশের নাগরিক বলে পুলিশের দাবি। গতকাল শুক্রবার বিকেলে তাদের উদ্ধার করা হয়। পাচারকারীরা তাদের ফেলে পালিয়ে গেছে বলে তারা জানিয়েছে।

থাইল্যান্ডের সংবাদ মাধ্যম ব্যংকক পোস্টের খবরে বলা হয়েছে, শংখলার রাত্তাফুম জেলার থা চামওয়াং এলাকার রাবার বাগানে এই ৬০ জনকে পাওয়া গেছে। এ সময় তারা ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় হাঁটছিল।
উদ্ধার পাওয়া ব্যক্তিরা পুলিশকে জানিয়েছে, পাচারকারীরা তাদের নিজ দায়িত্বে হেঁটে মালয়েশিয়া যাওয়ার জন্য বলে এখানে ছেড়ে পালিয়ে গেছে।
তারা জানায়, মিয়ানমার থেকে রওনা হয়ে সমুদ্রপথে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সাতুনে পৌঁছেছে তারা। এরপর সেখান থেকে ‘মালয়েশিয়া’ যাওয়ার উদ্দেশে ১০ দিন ধরে হাঁটছিল।
গত সপ্তাহে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে শংখলা প্রদেশে গণকবরের সন্ধান পায় পুলিশ। ধারণা করা হচ্ছে পাচার করে আনার পর অবৈধ অভিবাসী বন্দিশিবিরের দুর্ভাগাদের কবর এগুলো। এসব গণকবরে বাংলাদেশিদের মরদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে থাই পুলিশ।