রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > লাইফস্টাইল > ত্বক উজ্জ্বল রাখার ক্রিম

ত্বক উজ্জ্বল রাখার ক্রিম

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক ॥ একটা নির্দিষ্ট বয়সে নারীদের ঋতুকালে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তবে বিজ্ঞানীরা দাবি করছেন এর একটি সমাধান খুঁজে পেয়েছেন তারা। একটি ক্রিম তারা আবিষ্কার করেছেন, যেটা ব্যবহার করলে ত্বকের হারানো সৌন্দর্য্য ফিরে পাওয়া যাবে।

ক্রিমটির প্রস্তুতকারকরা বলছেন, এটার মূল রহস্য হচ্ছে, ঋতুকালে ত্বকে কোলাজেন (ইলাস্টিক পদার্থ) কমে যায়। কোলাজেনের তিন ভাগের একভাগ অকালেই নষ্ট হয়ে যায়। যার প্রভাবে ত্বক কুঁচকে এবং ঝুলে যায়। কিন্তু কোলাজেনের ব্যবহার সেই ক্ষতিপূরণ হয়।

তবে রিডিং ইউনিভার্সিটির গবেষকরা গবেষণা করে দেখেছেন, চেইন অব অ্যামিনো এসিড (মেটরিক্সাইল) ত্বকের ক্ষতিপূরণে দ্বিগুণ কাজ করতে পারে।

ত্বক বিশেষজ্ঞরা একটি ফেসক্রিম তৈরিতে সহযোগিতা করছেন। যেটা সক্রিয় উপাদান গঠন করে অন্য এন্টি-এজিং কম্পাউন্ডের (বলি রেখা থেকে দূরে রাখে) সঙ্গে।

বাজারের অন্য ক্রিম থেকে স্ট্রেটাম সি অনেক বেশি মেট্রিক্সাইল সমৃদ্ধ বলে তারা দাবি করেছেন।

টিভি উপস্থাপিকা লিন্ডা বার্কার (৫২) এই ক্রিমের ভক্ত। শুক্রবার লন্ডনে ক্লিনিক্যাল কসমেটিক এবং রিকন্সট্রাকটিভ এক্সপোতে উৎপন্ন দ্রব্যাদি চালু করেন। স্ট্রেটাম সি-৫০ এমএলের মূল্য ৮৫ পাউন্ড এবং ১৫ এমএলের মূল্য ৪৯ পাউন্ড।