লাইফস্টাইল ডেস্ক ॥
অনেক বছর আগে থেকেই ত্বকের যতেœ শীতল পানি কিংবা বরফের ব্যবহার করা হত। যুগে যুগে এই প্রথাটি রূপ সচেতন নারীদের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ত্বককে নিমিষেই সতেজ করে তুলতে, দাগ কমাতে, বয়সের ছাপ এড়াতে এবং ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে বরফের জুড়ি নেই।জেনে নিন, ত্বকের যতেœ বরফের ব্যবহার সম্পর্কে কিছু তথ্য।
১. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে:
তবে এর জন্য শুধু বরফ নয় আপনাকে ব্যবহার করতে হবে শসা কিংবা স্ট্রবেরি-এর তৈরি বরফ । এজন্য শসা অথবা স্ট্রবেরি যে কোনো একটি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এটিকে ডীপ ফ্রিজে রেখে বরফ করে নিন। এই বরফ মুখে ঘষুন সপ্তাহে ১ দিন। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
২. মেকআপ প্রাইমার হিসেবে:
মেকআপ করার আগে এক টুকরা বরফ মুখে ঘষে নিন। মেকআপের বেইজ ঠিক রাখে বরফ। এতে মেকআপ করার পরও ত্বক থাকবে সতেজ। আর সহজে মুখ ঘামাবেও না। এতে মেকআপ নষ্ট হওয়ার কোনো আশঙ্কা থাকবে না।
৩. ব্রণ দূর করতে:
ব্রণ আজকাল তরুণ-তরুণীদের জন্য একটি নিত্য সমস্যা। তবে বাড়িতে বরফ থাকলে আর চিন্তা নেই। ব্রণের সমস্যা মেটাবে বরফ। একটি পরিষ্কার প্ল্যাস্টিকের ব্যাগে ২/৩ টি বরফের টুকরো পেঁচিয়ে নিয়ে ব্যাগটি ব্রণের ওপর ধরে রাখতে হবে। ব্যাস, মাত্র ১০ মিনিটেই বিদায় ব্রণ। এই পদ্ধতিতে ব্রণের লালচে ভাব দূর হয় এবং ব্রণের আকারও ছোট হয়ে আসে।
৪. চোখের ফোলা ভাব কমাতে:
ঘুম থেকে ওঠার পর কিংবা কম ঘুম হলে অনেক সময় ত্বক কিছুটা ফুলে থাকে। অনেক সময় ক্লান্তির কারণে চোখের নিচেও ফোলা ভাব থাকে। এই সমস্যার সমাধান হলো বরফ ম্যাসাজ। ত্বক ফুলে থাকলে বেশ কিছুক্ষণ বরফ ম্যাসাজ করুন। ফোলা ভাবটা অনেকটাই চলে যাবে।
৫. রোঁদে পোড়া দাগ দূর করতে:
ঘুম থেকে ওঠার পর কিংবা কম ঘুম হলে অনেক সময় ত্বক কিছুটা ফুলে থাকে। অনেক সময় ক্লান্তির কারণে চোখের নিচেও ফোলা ভাব থাকে। এই সমস্যার সমাধান হলো বরফ ম্যাসাজ। ত্বক ফুলে থাকলে বেশ কিছুক্ষণ বরফ ম্যাসাজ করুণ। ফোলা ভাবটা অনেকটাই চলে যাবে। সূত্রঃ টাইম্স অফ ইন্ডিয়া।