সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > তোর্সা নয় তিস্তায় পানি চান এরশাদ

তোর্সা নয় তিস্তায় পানি চান এরশাদ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। এসময় এরশাদ বলেন, তোর্সা নয় তিস্তার পানি চাই। কারণ তোর্সা দুই দেশের কমন নদী নয়।
রোববার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশ থেকে আসেন। এদিন তার সঙ্গে ছিলেন ছেলে এরিক এবং জাতীয় পার্টির দুই নেতা সুনীল গুহ রায় ও রুহুল আমিন হাওলাদার।

এদিন তিস্তা পানিবণ্টন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তিস্তা চুক্তি হবে। প্রধানমন্ত্রী মোদির উপর পূর্ণ আস্থা আছে তার। এদিন তিনি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। দিনহাটায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। আগামী ২৭ এপ্রিল তিনি দেশে ফিরবেন।

দিনহাটা সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফর করবেন। এসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন এরশাদ।