বিনোদন ডেস্ক ॥ অনেকটা নিজের যোগ্যতাতেই নিজেকে বিশ্ব সুন্দরী থেকে বলিউডের শীর্ষ নায়িকায় পরিণত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাই তাকে ছবিতে নেয়ার জন্য চাচাতো বোন পরিণীতা পরিচালককে সুপারিশ করেছে শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন তিনি। সবাইকে সাফ জানিয়ে দিয়েছেন কোন সুপারিশের প্রয়োজন নেই তার। জানা গেছে, চাচাত বোন পরিণীতা ‘গুন্ডে’ ছবিতে নায়িকা চরিত্রে নেয়ার জন্য নাকি প্রিয়াঙ্কার নাম পরিচালক ও যশরাজ ফিল্মসের কাছে প্রস্তাব করেছিলেন। এদিকে এই সূত্র ধরে আরেকটি খবর ছড়িয়ে পড়েছে বলিউডে। যশরাজ ফিল্মসের এ পরবর্তী ছবিতে নায়িকা হিসেবে প্রথমে প্রস্তাব করা হয়েছিল পরিণীতা ও আনুশকা শর্মার নাম। কিন্তু আগ বাড়িয়ে পরিণীতা এ চরিত্রে প্রিয়াঙ্কাকে নেয়ার প্রস্তাব দেন। অবশ্য এ বিষয়ে যশরাজ ফিল্মসের মুখপাত্র রফিক গাংজি জানান, প্রিয়াঙ্কার পক্ষে কারও সুপারিশের প্রয়োজন নেই। এবং আনুশকা কিংবা পরিণীতাকেও ওই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়নি। এসব তাদের বিরুদ্ধে ভ্রান্ত প্রচারণা।