কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, তৃণমূল শক্তিশালী হলে দল উপকৃত হয়। তৃনমূল থেকেই দক্ষ ও যোগ্য নেতৃত্বের জন্ম হয়। তৃনমূলের কমিটি সাহস নিয়ে করতে হয়। আমি ভয়টয় পাই না। তাই তো ওয়ার্ড পর্যায়ের কমিটিতে আমি নিজে উপস্থিত থাকি। সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃনমূলের নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে। আমি বিশ্বাস করি, আমার নির্বাচনী এলাকায় যেইভাবে সংগঠনকে তৈরি করেছি, সেভাবে কেউ করতে পারবে না। আজ শনিবার বিকেলে টিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৫,৬,৭,৮, ও ৯ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিশ্বের দশজন কর্মঠ ও দক্ষ নেত্রীর মধ্যে জননেত্রী শেখ হাসিনা একজন। তার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ একটি রোল মডেলে পরিণত হয়েছে। প্রতিটি নারী ঘরে বসে যাতে এক হাজার টাকা আয় করতে পারে, সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছেন।
তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও আবু বকর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, অর্থ বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়া বাক্কু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু, উপজেলা মহিলা আওয়ামী লীগে সভানেত্রী জুয়েনা আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন প্রমুখ।