স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনার আমার সহানুভূতিই পারে একটি জীবন বাঁচাতে। সহানুভূতিই বাঁচাতে পারে রবিনের চোখের দৃষ্টি। রবিনের চোখের দৃষ্টি শক্তি ফেরাতে প্রয়োজন অনেক টাকার। এখনো টাকার অভাবে হাসপাতালে ভর্তি অব্ধি করতে পারেনি। ছেলের জীবন বাঁচাতে ও ছেলে যেন আগের মতো চোখে দেখতে পারে সেজন্য সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন অসহায় মা শিল্পী আক্তার।
শ্রীপুরের হতদরিদ্র ঘরে জন্ম নেওয়া মোঃ ইকবাল হোসেনের পুত্র মোঃ রবিন (১১) সবার মতো দু’চোখের দৃষ্টিশক্তি নিয়ে জন্মে ছিলেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রামে। সে লোহাগাছ এলাকার ৮২নং লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। ছোট থেকেই চোখে দেখতেন রবিন। গত ২ জানুয়ারি পাশবর্তী বাড়ির কফিলের পুত্র রুমান আগের দিনের পারিবারিক এক আক্রোশে শিশু বাচ্চা রবিনের চোখ ফুটো করে দিয়ে তার জেদ ঝাড়ে। এতে রবিনের বাম চোখের দৃষ্টি শক্তি হারায়। ডাক্তার বলছে, একটি চোখের কারণে নষ্ট হতে পারে আরেকটি চোখ। এছাড়াও চোখে ইনফেকশন হলে মারাও যেতে পারে রবিন।
এদিকে সংসারের একমাত্র ছেলেকে সুস্থ করতে বিভিন্ন জায়গায় সাহায্য চেয়েছে রবিনের মা। রবিনের বাবা দিনমজুর এবং মা গৃহিনী। শ্বশুরেরর বাড়িতে থাকেন রবিনের বাবা। ইতিপূর্বে চোখের জন্য সরকারি সাধারণ ট্রিটমেন্ট করিয়েছেন। রবিনের স্কুলের থেকে ৪ হাজার ১৬টাকা ও স্থানীয় মেয়র আনিছুর রহমান নিজ পকেট থেকে ৪ হাজার টাকা দিয়ে সাহায্য করেছেন। ছেলের চোখের চিকিৎসা ব্যয় বহনের জন্য অনেক টাকা প্রয়োজন, যার তাদের সামর্থ্য নেই।
রবিনের মা শিল্পী আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন, আমি সমাজের বিত্তবানদের নিকট আকুল আবেদন জানাই, আমার একটি মাত্র ছেলে, আপনাদের বাড়িয়ে দেয়া একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই আমার ছেলের চোখের চিকিৎসা করানো সম্ভব হবে। সমাজের কেউ এগিয়ে না আসলে আমাদের রাস্তায় বসা ছাড়া আর কোন উপায় থাকবে না।
এই বিপন্ন মুহূর্তে ইসলামী ব্যাংক নাম্বার ১২৯১৮ এবং বিকাশ নং- ০১৮৭১০৩৬৮৮৭ তে অর্থ দিয়ে সহযোগীতা করার জন্য আকুল আবেদন করেছেন রবিনের মা শিল্পী আক্তার। প্রয়োজনে বা সহানভূতি জানাতে সরাসরি শিল্পী আক্তারের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল নং- ০১৯৮৫-৮৬০৪৭৩ তে।