শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > তুষারপাতে ঢাকা পড়েছে টোকিও

তুষারপাতে ঢাকা পড়েছে টোকিও

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জাপানের রাজধানী টোকিও এবং আশেপাশের এলাকায় প্রবল তুষারপাতের কারণে প্রায় তিনশ’ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে ট্রেন চলাচলও। শনিবার সকালে জাপান কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ২৬৫টি বিমানের ফ্লাইট বাতিল করেছে। আর জাপানের পশ্চিমাঞ্চলে শিনকানসের বুলেট ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দেশটির আবহাওয়া এজেন্সি গত ১৩ বছরের মধ্যে এ বছর সবচেয়ে বেশি তুষারপাতের আশঙ্কা করছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বাইরে বের না হতে সতর্ক করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তুষারপাতের কারণে দুর্ঘটনায় ইতোমধ্যে সেখানে কমপক্ষে ৪৩ জন আহত হয়েছেন। টোকিওতে শনিবার সকালে ১.৬ ইঞ্চি তুষারপাত হয়েছে। হোটেল, রেস্টুরেন্ট ও দোকানের কর্মচারীরা বরফ অপসারণে কাজ করছেন।